সূর্য তরুণ ক্লাবের করোনার টিকা নিবন্ধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ

29

 

আনোয়ারার পরৈকোড়া গ্রামের সামাজিক সংগঠন সূর্য তরুণ ক্লাব গত ১০ সেপ্টেম্বর অস্থায়ী বুথ স্থাপন করে সুরক্ষা অ্যাপ ও পোর্টালের মাধ্যমে সারাদিনব্যাপী বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন, টিকা কার্ড প্রদান, অনলাইন টিকাসনদ প্রদান ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। প্রায় ৩ শতাধিক নানান পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে ক্লাব সভাপতি ব্যাংকার সুকান্ত চক্রবর্ত্তী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য জনসচেতনতা, নিয়ম মেনে মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার টিকা গ্রহণের কোন বিকল্প নেই। সরকার দেশের জনগণের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন। এই টিকা পাওয়ার প্রথম ধাপ হচ্ছে নিবন্ধন করা। প্রযুক্তিতে যারা পিছিয়ে তারা নিবন্ধন জটিলতায় টিকা নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে গ্রামের সাধারণ মানুষের টিকা নিবন্ধন সহজতর করতে বিনামূল্যে নিবন্ধন করে টিকা কার্ড প্রদানসহ দুই ডোজ টিকা গ্রহণকারীদের অনলাইন টিকা সনদ বিনামূল্যে প্রদান করছে সূর্য তরুণ ক্লাব। নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় বলেন, ক্লাব কর্তৃক করোনার টিকা নিবন্ধন কাজ পরিচালনা করায় আশেপাশের মানুষের মাঝে নিবন্ধন ও টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভু দাশ, অসীম চক্রবর্ত্তী, স্বরূপানন্দ চক্রবর্ত্তী, পল্লব চক্রবর্ত্তী, রাজীব চক্রবর্ত্তী, শান্তু চক্রবর্ত্তী, নয়ন দাশ, সমিত রায়, নান্টু চক্রবর্ত্তী, শুভ চক্রবর্ত্তী, জয় দাশ, অন্তু চক্রবর্ত্তী, আগমন দাশ, সাগর দাশ, জয় চক্রবর্ত্তী, ইখন দাশ, অনিক দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি