সুপ্রিম কোর্টের বিচারপতির ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন

4

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন ১৩ এপ্রিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন করেন। তিনি ক্যান্সার ইনস্টিটিউটে সম্প্রতি স্থাপিত লাইনিয়ার এক্সিলারেটর ট্রু-বিম মেশিনে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি ক্যান্সার ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাথে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিচারপতি বোরহান উদ্দিন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট চট্টগ্রামবাসীর জন্য একটা বিশাল সম্পদ। চট্টগ্রামের ক্যান্সার রোগীদের এখন রেডিওথেরাপি বা ক্যান্সার চিকিৎসার জন্য আর ঢাকায় বা চট্টগ্রামের বাইরে যেতে হবে না।
তিনি ক্যান্সার ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম ও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে এখানে যে অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হয়েছে তা বিশ্বের অন্যতম সর্বাধুনিক রেডিওথেরাপি মেশিন। এত অল্প সময়ের মধ্যে অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিনসহ ক্যান্সার ইউনিট চালু করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এই হাসপাতালের জন্য আমি যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। উল্লেখ্য, ক্যান্সার হাসপাতাল শুরু করার সময় তিনি প্রথমে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিচারপতির ছোট ভাই চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন, চমাশিহা মেডিকেল কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য লায়ন কফিল উদ্দিন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. কামরুল হাসান, শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং সুপারিনটেনডেন্ট মিসেস রনজু কনা পাল, হাসপাতালের আজীবন সদস্য ফজলুল করিম মুন্না প্রমুখ। কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ বিচারপতি বোরহান উদ্দিনকে ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি