সীতাকুন্ডে ১৭৩ গরু ও ৮১টি ছাগলকে টিকা প্রদান

99

চট্টগ্রাম সীতাকুন্ডে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে পৌরসভা শেখনগর ও মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া গ্রামে মাট পর্যায়ে লাইভস্টক ডিজিজ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে বিনামূল্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপি লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধ গোট পক্স টিকা দেওয়া হয়েছে ১৭৩টি গরুকে। এছাড়া ৮১টি ছাগলকে পিপি আর রোগের টিকা দেওয়া হয়। সীতাকুন্ড উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টিকা কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ উপ পরিচালক ডাঃ মো. ফরহাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রেয়াজুল হক, সীতাকুন্ড সহকারী হাঁস মুরগী খামার পরিচালক মো. আতিয়ার রহমান, সীতাকুন্ড প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাজালাল মো. ইউনুছ, ডাঃ মো. ইনকেয়াজ উদ্দীন প্রমুখ। চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ উপ পরিচালক ডাঃ মো. ফরহাদ হোসেন বলেন, মুজিববর্ষ ২০২০ উপলক্ষে গ্রামে ও মাট পর্যায়ে লাইভস্টক ডিজিজ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে বিনামূল্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম ও গ্রাম পর্যায়ে জনগনকে সেবা পৌছে দিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।