সীতাকুন্ডে সৈকতে পরিচ্ছন্ন কর্মসূচি

65

বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য্য রক্ষায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ব্যাচ-২০০২) কর্তৃক গত মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাচ-২০০২ এর সকল ছাত্রদের সহযোগিতায় এবং উপস্থিত সকলের স্বেচ্ছাশ্রমে গুলিয়াখালী সমুদ্র সৈকতের আশেপাশে পরিষ্কার করা হয়। একই সাথে পর্যটকদের সচেতনতার লক্ষ্যে পেস্টুন লাগানো হয়। পাশাপাশি পর্যটকরা যাতে সমুদ্র সৈকতে বেড়াতে এসে ভাল কিছু দিক নির্দেশনা পায়, সে লক্ষ্যে সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয়দের করনীয় এবং বর্জনীয় সম্পর্কিত সচেতনামূলক বোর্ড লাগানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফজলে ইলাহী পায়েল, রবিন ঘোষ, নুরুন নবী, সাজু মজুমদার, মো.সায়েম, রতন নাথ, মো. সোহাগ, দীপক ভৌমিক প্রমুখ।
ব্যাচ-২০০২ ছাত্রদের কাজে উৎসাহিত হয়ে স্থানীয় কিছু দোকান মালিক এবং বেড়াতে আসা কিছু পর্যটক পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সহযোগিতা করে। ব্যাচ-২০০২ পক্ষে প্রবাসী বন্ধু নুরুন নবী বলেন, ‘বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সীতাকুন্ডের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত। সীতাকুন্ডের তথা পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য এখন দারুনভাবে সকলকে ভাবাচ্ছে। আমরা সৈকতের অল্প কিছু জায়গা থেকে প্রায় ১০-১৫ ব্যাগ বর্জ্য সংগ্রহ করেছি। পুরো সৈকত পরিস্কার করা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে, সুন্দর সবুজে ঘেরা সমুদ্র সৈকতটি আমাদের ফেলে যাওয়া বর্জ্য দিয়ে আমরা যেন নষ্ট না করি।’ খবর বিজ্ঞপ্তির