সিএনজি চলাচল বন্ধ ও চালকদের সচেতন হওয়ার আহবান

34

সিএনজি চলাচল বন্ধ ও চালকদের সচেতনতায় হাইওয়ে পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে সিএনজি ও তিন চাকার গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় তা বন্ধ করতে হাইওয়ে পুলিশ পটিয়ায় পুনরায় তৎপর হয়েছেন। গত শনিবার উপজেলার আমজুর হাট এলাকায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক সিএনজিসহ বিভিন্ন গাড়ি চালকদের সচেতন করতে পথসভা করেন। এ সময় তিনি লিফলেটসহ বিভিন্ন প্রচারপত্র বিতরণ করেন। দীর্ঘদিন ধরে এক শ্রেণির গাড়ি চালক হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিএনজিসহ বিভিন্ন গাড়ি চলাচল করছে। ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। স্বাস্থ্যবিধি মেনে মহা সড়কে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানানো হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, মহা সড়কে সিএনজি চলাচল বন্ধ ও সড়কে যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য হাইওয়ে পুলিশ কাজ করছে। কিন্তু কিছু গাড়ি চালক পুলিশের নির্দেশনা না মেনে তিন চাকার গাড়ি চালাচ্ছেন। সিএনজি ছাড়াও ট্রাক, কার্ভাট ভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য চালকদের সজাগ থাকতে হবে। প্রচার অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান।