সাবেক ম্যানেজার জাকের আটক

14

কুতুবদিয়া প্রতিনিধি

প্রতারণার ফাঁদ পেতে কুতুবদিয়া দ্বীপের সহজ সরল নারীদের অতিলোভের প্রলোভন দেখিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় পুলিশের হাতে আটক হয়েছে সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের কুতুবদিয়া শাখার সাবেক ম্যানেজার মৌলভী জাকের হোসেন। সে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর ৩৬২/২২ নং মামলায় পলাতক আসামি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (২৫ জানুয়ারী/২৩) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে তাকে পুলিশ আটক করে। বুধবার দুপুরে তাকে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে বলে আদালতের জিআরও ঝন্টু নিশ্চিত করেন। আটক মৌলভী জাকের হোসেন কুতুবদিয়া উপজেলা উত্তর ধুরুং ইউনিয়নের নুর জাহানী বাপের পাড়ার আবদুল মোতালেবের পুত্র। বর্তমানে তিনি উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের বাজার পাড়া এলাকায় দ্বিতল বিশিষ্ট একটি বিলাস বহুল বাড়ি ক্রয় করে বসবাস করে আসছেন।
আদালত সূত্রে জানা গেছে, সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার (আইন বিভাগ) শংকর কুমার রায় বাদি হয়ে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর- ৩৬২/২২ নং মামলা রুজু করে। এ মামলার এজাহারে সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের এক কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৮শত টাকা আত্মসাত করার অভিয়োগ উল্লেখ করে। এ ছাড়াও সে সাধারণ নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাত করে। এতে ক্ষতিগ্রস্ত সাধারণ নারীরা অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে আরো ৫টি মামলা রুজু করে।