সাত মার্চের ভাষণ মুক্তির বীজমন্ত্র : আ জ ম নাছির

9

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ৭ মার্চ ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন সেটি শুধুমাত্র একটি ভাষণ ছিল না। এই ভাষণের মধ্যে নিহিত ছিল শোষিত, নিপীড়িত বাঙালির ভৌগলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির বীজমন্ত্র। সেই বীজমন্ত্রে দীক্ষিত হয়ে সাড়ে সাত কোটি বাঙালির চোখে সেদিন শুধু একটি স্বপ্নই উঁকি মেরেছিল। দেশ মাতৃকার স্বাধীনতা। গত ৭ মার্চ রাতে আমবাগান সেগুনবাগিচাস্থ তালীমূল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তালীমূল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্ব ও মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, মহানগর শ্রমিক লীগ নেতা মো.কামাল উদ্দিন চৌধুরী, খুলশী থানা আওয়ামী লীগ নেতা মো. কায়ছার মালিক, আবুল কাশেম, হায়দার হোসেন বাদল, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা হাফেজ আজিজুল্লাহ প্রমুখ। সভায় করোনা মহামারী থেকে জাতিকে মুক্তির লক্ষ্যে দোয়া মোনাজাত পাঠ করা হয়। বিজ্ঞপ্তি