সাংসদ মোস্তাফিজকে দক্ষিণ চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা

66

বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দক্ষিণ চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ। পাশাপাশি তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণাও দেয়া হয়। গত ১ সেপ্টেম্বর কর্ণফুলী সেতুর দক্ষিণ পাড়ের মইজ্জারটেক চত্বরে আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ বক্তারা এ ঘোষণা দেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ওপর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ইন্ধনে হামলার প্রতিবাদ ও মোস্তাফিজুর রহমানকে সংসদ এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা। এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য আইন প্রণেতা হয়ে এমন জঘন্য কাজ করতে পারেন না। বক্তারা অবিলম্বে হামলার ইন্ধনদাতা এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা ও হামলাকারীদের কঠিন শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়। আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ দক্ষিণ জেলার সভাপতি এম ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয় সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল করিম, সহ-সভাপতি এইচ এম হুমায়ুন কবির, বড়উঠান ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মো. বাহাদুর, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা সোহেল, ছাত্রলীগ নেতা জামাল ওমর, বাপ্পী, চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার প্রমুখ।