সম্মাননা ও ছড়া সন্ধ্যায় ড. সেলিনা আখতার চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য

12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার বলেছেন, চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। আন্দোলন-সংগ্রাম, সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা যেমন অগ্রগণ্য তেমনি অর্থনৈতিকভাবেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসবের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম একাডেমির কর্মকাÐ। সৃজনশীল ও মননশীল কর্মকাÐকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রাম একাডেমি অনন্য ভ‚মিকা পালন করছে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, ছড়াটে পত্রিকার সম্পাদক শামস চৌধুরী রুশোর সম্মাননা অনুষ্ঠান ও ছড়া-সন্ধ্যায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ সাহিত্যিক ড. আনোয়ারা আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক অরুণ শীল, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, অধ্যাপক ববি বড়–য়া, ছড়াশৈলী সম্পাদক কাসেম আলী রানা, কবি মাহবুবা চৌধুরী, সংগঠক এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন কবি জিন্নাহ চৌধুরী এবং ছড়া-পাঠে অংশ নেন শিশুসাহিত্যিক বিপুল বড়–য়া, দীপক বড়–য়া, মিলন বনিক, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, আবু মুসা চৌধুরী, উৎপলকান্তি বড়–য়া, জসীম মেহবুব প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান, অধ্যাপক বিচিত্রা সেন, রুনা তাসমিনা, কেশব জিপসী, মানস শেখর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এর নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। বিজ্ঞপ্তি