সমাজসেবায় স্বর্ণপদক পেলেন শামসুল আলম

8

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ অক্টোবর নগরীর ধনিয়ালপাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর শায়খ আবদুল হাই নদভী (মজিআ)। এতে একজন সফল উদ্যোক্তা, পরিচালক ও সফল ব্যবসায়ী হিসেবে সমাজকল্যাণ, মানবসেবা শিক্ষা ও ইসলামী সংস্কৃতি বিকাশের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পোদ্যোক্তা শামসুল আলমকে বায়তুশ শরফ স্বর্ণপদক সম্মাননা ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ আজিজুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইদ্রিস মিয়া, মাওলানা মামুনুর রশীদ নুরী, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা শিহাব উদ্দিন। সভায় সমাজসেবী শামসুল আলমকে বায়তুশ শরফ স্বর্ণপদক সম্মননা মেডেল, বই, ফুল, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন বায়তুশ শরফের পীর শায়খ আবদুল হাই নদভী (মজিআ)। বিজ্ঞপ্তি