সভাপতি-আওরঙ্গজেব, সম্পাদক-তাহের

40

কুতুবদিয়া প্রতিনিধি

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজ হল রুমে কাউন্সিলরের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে বর্তমান সভাপতি আওরঙ্গজেব মাতবর আনারস প্রতীক নিয়ে ১৫৮ ভোট পেয়ে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী রমিজ আহমদ কুতুবী ছাতা প্রতীক নিয়ে ১০৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ তাহের তালাচাবি প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী নুরুচ্ছাফা বিকম মাছ প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়েছেন। কুতুবদিয়া উপজেলা কাউন্সিলের তালিকায় ভোটার ৭১ জন, প্রতি ইউনিয়নে ৩১ জন করে ৬ ইউনিয়নে মোট ভোটার-১৮৬ জন, উপজেলার কো-আপ ভোটার ২০ জনসহ মোট ২৭৭ ভোট ভোট প্রয়োগে অংশগ্রহণ করে। ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক (এমপি), কুতুবদিয়া, মহেশখালী সাংগঠনিক টিমের প্রধান মাহাবুব আলম সমন্বয়কের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করে। প্রথম অধিবেশনে কুতুবদিয়া উপজেলা আ.লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুতুবদিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা সঞ্চালনায় কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি ছিলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, কেন্দ্রীয় আ.লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদু নাহার লাইলী, কেন্দ্রীয় আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট সুজিত রায় নন্দী, সংসদ সদস্য (সংরক্ষিত) ওয়াসিকা আয়েশা খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক (এমপি), চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম (এমপি), কক্সবাজার জেলার উপ-প্রধান সাংগঠনিক টিমের যুগ্ম সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশ। এছাড়া জেলা, উপজেলার আ.লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।