শোহদায়ে কারবালা মাহফিলে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কারবালার শিক্ষা

25

 

শাহ্ মালেকীয়া যুব কমিটি : শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় শোহদায়ে কারবালা শীর্ষক সেমিনার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। জাহেদুল করিম বাপ্পির সভাপতিত্বে ও কায়ছার উদ্দিন হায়দারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুবুর রহমান সুজন। প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা শাহ্জাদা আল্লামা এম এম মুনিরুল মান্নান আল-মাদনী। বিশেষ অতিথি ছিলেন কাজী গোলাম মুস্তফা। প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাসুম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আহমদুল হক মাইজভাÐারী। সেমিনারে বক্তারা বলেন, রাসূল (সা.) এর আহলে বায়াত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জান-মাল উৎসর্গ করেছেন যা ইতিহাসে অবিস্মরণীয় এবং বরণীয়। অপসংস্কৃতি, কুসংস্কার, অন্যায়, অবিচার, মদ্যপান, ব্যাভিচার-পাপাচার, অপরাজনীতি, ধর্মের অবমাননা ইত্যাদি গর্হিত কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষাই কারবালার মূল দর্শন। উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, লেখক সহ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ-ক্বিয়াম, জিকিরুল্লাহ এবং মুনাজাতের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়।
ছিপাতলী কামিল মাদ্রাসা : আনুজমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসায় আ’লা হযরত ইমাম শাহ আহমদ রেজা (রহ.) অডিটরিয়ামে আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে সুন্নী কন্ফারেন্স আনজুমানের সভাপতি, মাদ্রাসার অধ্যক্ষ, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান ও দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্-কাদেরী (মাজিআ)’র সভাপতিত্বে ২৭ আগস্ট বাদে মাগরিব অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বাদে জুমা হতে পবিত্র খতমে কোরআন শরীফ, পবিত্র খতমে হযরত ইমাম হোসাইন (রা.) ও বিভিন্ন দাওয়াত। মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন এর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল-কাদেরী, মোফাচ্ছেরে কোরআন আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, মাওলানা মুফতী হাফেজ মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন আল-কাদেরী, মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযম আজিজি। উপস্থিত ছিলেন মৌলভী মাবাবুল আলম, মো. ইকবাল চৌধুরী, অধ্যক্ষ আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, মাওলানা ইয়াছিন হোসাইন মাদানী, মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক, মাওলানা মোহাম্মদ শফিউল আলম আজিজি, মুফতী মো. আবদুচ ছমদ, মাওলানা মোহাম্মদ আবদুন নবী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আহাম্মদ ফেরদাউসুল আলম, মাওলানা খাজা আহমদ, মাওলানা আবু ইউসুপ, মাওলানা ওসমান গণি, রাজনীতিবিদ মুহাম্মদ ইসমাইল হোসেন, আনজুমানের আবির শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, মুহাম্মদ মনির হোসাইন প্রমুখ।
আলিফ একতা কল্যাণ সমিতি : আলিফ একতা কল্যাণ সমিতির উদ্যোগে ২৭ আগস্ট বাদে এশা বাইতুল ফালাহ জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের খতিব মীর মোহাম্মদ রাশেদুর আলম এবং বিশেষ বক্তা ছিলেন বাইতুল ফালাহ জামে সমজিদের খতিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন এনায়েত বাজার মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আজগর আলী সর্দার, লাভলেইন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবছার উদ্দিন ও এলাকার মুরব্বিরা। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. ইছহাক সওদাগর ও সাধারণ সম্পাদক মো. শফিক উদ্দিন, সদস্য এরশাদ গণি, আরিফ, সেলিম, টিপু, কামাল, দুলাল, শুক্কুর, বাপ্পী, জাহাঙ্গীর, ছোবহান, ইকবাল, হারুন, নোবেল, রাজু, জাহেদ, এমদাদ প্রমুখ। বিজ্ঞপ্তি