শিক্ষিত জাতি গঠতে শিক্ষকের বিকল্প নেই : এমপি দিদার

50

শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষকরাই সমাজের মূল চালিকা শক্তি। তারা একটি সুন্দর দেশ গড়ার কারিগর। দেশে শিক্ষিত জাতি গঠতে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে তৈরি করতে শিক্ষকের বিকল্প নেই। গত ২ এপ্রিল সীতাকুন্ডস্থ চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে দ্বিতীয় মেয়াদে সীতাকুন্ডের নবনির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলমকে সংবর্ধনা ও বাশিক সীতাকুন্ড উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম এসব কথা বলেন। বাশিক সীতাকুন্ড শাখার নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দিদারুল আলম আরো বলেন, শিক্ষকরা আজ অনেক দাবী তুলে ধরেছেন। আমি তাঁদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং দাবিগুলো বাস্তবায়নে সংসদে শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দিচ্ছি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিব উল্ল্যাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড পৌর মেয়র আলহাজ বদিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, নাজীম উদ্দিন, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, জাহেদ হোসেন নিজামী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর, কাউন্সিলর জুলফিকার আলী শামীম, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ লোকমান মিয়া, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক প্রমুখ।