শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ উন্নয়নের কারখানা : ড. ইফতেখার

39

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন, শিক্ষাকে জ্ঞানে রূপান্তর করে সবাইকে মানবিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ উন্নয়নের কারখানা। এখানে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের কেবল লেখাপড়ায় ভালো করলেই হবেনা, তাদেরকে পরিপূর্ণ মানুষ হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরকে দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি ইতিমধ্যে হাটহাজারী তথা চট্টগ্রাম শহরে একটি স্থান করে নিয়েছে। ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় হাটহাজারী উপজেলায় প্রথম স্থান অর্জন করে সেকায়েফ কর্তৃক পুরস্কৃত হওয়ার স্বীকৃতি বহন করে। তিনি গতকাল ২৮ ডিসেম্বর হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরখানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যাপক খালেদা বেগম। বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক ও আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলোয়ারা ইউসুপ, বিদ্যালয় প্রতিষ্ঠাতার কন্যা সাবেক অধ্যাপক রোকেয়া বেগম, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুক্তার বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সবুর। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. শামসুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাছির, মোহাম্মদ জাকেরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলমগীর সওদাগর, মোহাম্মদ শাহেদুল আলম, শিক্ষক মোহাম্মদ আবু তাহের, লিয়াকত আলী বিশ্বাস, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, রহমত উল্লাহ, নুরজাহান আখতার, খায়রুন্নেসা, রুবেল দাশ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বেদার উদ্দীন, ফাহমিদা ইসলাম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মরণিকা ‘অর্ণব’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। উত্তর মাদার্শা উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফেজ আহাম্মদ এর স্মরণে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নুরখান তাঁর স্বরচিত ‘স্মরি মরমী হাফেজ আহাম্মদ’ নামক কবিতাটি আবৃত্তি করেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনামূলক নাটক, কৌতুক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ব্যাচ-২০০৬ এর উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন। বিজ্ঞপ্তি