শিক্ষার্থীদের জন্য সরকার মাসিক ভাতার ব্যবস্থা করেছে : নাছির

26

 

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বৃত্তি, উপবৃত্তি, গরীব মেধাবী কোটাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। আগে মেধা থাকা সত্ত্বেও গরীবের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেত না। আর এখন প্রতিভাবান, মেধাবীদেরকে আটকিয়ে রাখার সুযোগ নেই। গরীব মেধাবী শিক্ষার্থীরা ডাক্তারি,ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে কোটার সুবিধা নিয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে উঠছে। তাদের জীবনমান যাচ্ছে পাল্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার দেশের সকল শিক্ষার্থীদের জন্য ১৫০ টাকা ভাতারও ব্যবস্থা করেছেন।
সামাজিক সংগঠন সেইভ দ্য হাঙ্গার পিপলস (এসএইচপি) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি দুপুরে থিয়েটার ইন্সটিটিউট হলে চলন প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেইভ দ্য হাঙ্গার পিপলস’র চেয়ারম্যান রোকসানা পারভীন রুবার সভাপতিত্ব ও আওয়ামী লীগ নেতা ডা. সজিব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সেইভ দ্য হাঙ্গার পিপলস’র প্রতিষ্ঠাতা মহাসচিব মো. সোহেল হক, মহানগর আওয়ামীলীগ নেতা বিজয় কৃষ্ণ দাশ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মো. আব্দুল নুর, ইন্ডাস্ট্রিয়াল বাংলদেশ কাউন্সিল আইবিসি চট্টগ্রাম অঞ্চল, সভাপতি শেখ আব্দুল মান্নান, লায়ন আবু ছালেহ বক্তব্য দেন। অনুষ্ঠানে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মো. সাইফুদ্দিন আহম্মদ, মো. সোহেল ইসলাম, নুর ইসলাম, মো. মাকসুদুর রহমান মাকসুদ, মো. মুরাদ হোসেন, মো. মোরশেদ আলম, মো. নেজাম উদ্দীন চৌধুরী, জাহেদ উল্লাহ, রাশেদুল হাসান, হাবিবুর রহমান, মো. মনির হোসেন মনিক, মো. দিদারুল আলম সাগর, রুমকি দাশ, জাহানারা বেগম জানু, রুপন দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি