লোহাগাড়ায় তিন চাল আড়তদারকে জরিমানা

10

লোহাগাড়ায় অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে তিন আড়তদারকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গত ২ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাটে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযানে পদুয়া তেওয়ারী হাটের নিউ বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক মো. জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা, মো. আইয়ুবের মালিকানাধীন দোকানকে ১৫ হাজার টাকা ও মো. কলিমুল্লাহর মালিকানাধীন দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, অতিরিক্ত দামে চাল বিক্রি করার খবর পেয়ে পদুয়া তেওয়ারী হাটে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় তিন আড়তদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযানে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম তাঁকে সহায়তা করেন।