লায়ন্স ক্লাব ইম্পেরিয়াল সিটির কর্মসূচিতে জেলা গভর্নর বিত্তবানরা এগিয়ে আসলে দেশে দরিদ্রের হার কমবে

6

 

ঝুম বৃষ্টি উপেক্ষা করেও সড়ক ও রেলস্টেশনে রাতযাপনকারী পথবাসীদের জন্য ব্রেকফাস্ট ফর স্ট্রিট হাঙ্গার প্রকল্পের কর্মসূচি অব্যাহত রেখেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি। গতকাল মঙ্গলবার সকালবেলা এ উপলক্ষে কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, প্রথম ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ। এসময় লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, মানবতার পরিচয় দিয়ে মানবসেবায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে সাম্য ফিরে আসবে, দরিদ্রের হার কমতে থাকবে। তাই এ বছর আমি কল দিয়েছি ‘মানবতায় মানবসেবায়’। এ কলের উপর লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি লকডাউন চলাকালে প্রতিদিন সকালে যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রথম ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় অন্যের বিপদে এগিয়ে আসলে। এটি মনুষের চিরাচরিত, প্রকৃতিগত স্বভাব। প্রত্যেক ধর্মেও মানুষের জন্য মানুষকেই এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের পুরোনো বটতলী রেলস্টেশন এলাকায় শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে হেঁটে হেঁটে সকালের নাস্তা বিতরণ করেন লায়ন্স জেলা নেতৃবৃন্দ। গত ১২ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৫ আগস্ট শেষ হবে। বিজ্ঞপ্তি