লামায় নদী ও খাল ভাঙ্গন পরিদর্শনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন

29

গত ১৭ জুলাই দৈনিক পূর্বদেশ পত্রিকায় ‘মাতামুহুরী নদীর ভাঙ্গন আতঙ্কে সহস্রাধিক পরিবার’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে পড়ে। এর জের ধরে বান্দরবানের লামা উপজেলায় নদী ও খাল ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার বিকালে মাতামুহুরী নদীর লামা বাজার এলাকা ও লামা খালের ইব্রাহিম লিডার পাড়া এলাকা পরিদর্শন করেন তারা। ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। এ সময় রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, এডভোকেট মামুন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ভাঙ্গন কবলিতদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে ভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় বলে জানান পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।