লামার ২৪ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সরঞ্জাম প্রদান

2

লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সেইফ সেন্টারের জন্য ১ হাজার ৩৯২ টি চেয়ার, টেবিল, ফ্লোর মেট, বৈদ্যুতিক পাখা, পকেট বই ও ফাষ্ট ইন বক্স প্রদান করেছে স্থানীয় বেসরকারী সংস্থা তহ্জিংডং। কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে শনিবার দিনব্যাপী এসব প্রদান হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের হাতে সরঞ্জাম তুলে দিয়ে এসব বিতরণ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামী, এসআইডি-সিএইচটি ইউএনডিপি’র লামা সাব অফিসের প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামাল, তহ্জিংডং এর জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুুল হক নিজামী বলেন, এনজিও তহজিংডং যেভাবে বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রীদের শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করছেন তা সত্যিই প্রশংসনীয়। তহজিংডং এর এসব সরঞ্জাম প্রদানের কারনে বিদ্যালয়গুলোর ছাত্রীরা উপকৃত হবে।