রয়েল হোমিও একাডেমির কর্মশালা

71

রয়েল হোমিও একাডেমির চট্টগ্রামে ওষুধ প্রস্তুত প্রণালী ও প্রদর্শনী বিষয়ক উচ্চতর শিক্ষণ কর্মশালা শুক্রবার সকাল ১০টায় নিউমার্কেটস্থ কো-অপারেটিভ বুক সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. এস কে নাথ (সুশীল)। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী। প্রধান আলোচক ছলেন রয়েল হোমিও একাডেমির পরিচালক ডা. বি কে দাশ। বিশেষ অতিথি ছিলেন ডা. জহিরুল ইসলাম, ডা. প্রমোদ দাশ (বাবলু), ডা. আবিদ হাসান (সোহেল), ডা. নিউটন। অনুষ্ঠানে অর্ধশতাধিক চিকিৎসক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী বলেন, হোমিও আইন-২০১৮ সংসদে পাস হলে স্নাতক ডিগ্রিসহ এমবিবিএসের মানের মত সমান সুযোগ-সুবিধা পাবে হোমিওপ্যাথিক চিকিৎসকরা। খবর বিজ্ঞপ্তির