রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের মতবিনিময়

18

রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের মতবিনিময়গত ২৪ জুন নগরীর চট্টেশ্বরীস্থ পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহŸায়ক বাদল কান্তি নাথ, প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন কান্তি নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিংকু কুমার নাথ। সভায় প্রধান বক্তা ছিলেন সিলেটের কমলগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহারঞ্জন নাথ ও বিশেষ বক্তা মধুসূদন নাথ। প্রধান বক্তা বলেন, বাংলাদেশে বর্তমান রুদ্রেজ ব্রাহ্মণ পুুরোহিতদের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব সারা দেশে রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ সংঘটিত হয়ে নতুন নতুন ব্রাহ্মণ-পুরোহিত সৃষ্টি করবে এবং দশবিদ সংস্কারের মাধ্যমে উপনয়ন গ্রহণে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সবসময় রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের পাশে থাকব। সভায় কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, সম্মেলনের প্রস্তুতি, চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা গঠনকল্পে আলোচনা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে রুদ্রেজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের উদ্যোগে বিনামূল্যে পুরোহিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
সভায় প্রধান বক্তা নিহারঞ্জন নাথ সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন কান্তি নাথকে ফুল দিয়ে বরণ করেন। বিজ্ঞপ্তি