রাজস্থলীতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৬২ ভূমিহীন পরিবার

142

 

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ভুমিহীন ও গৃহহীন অসহায় পািরবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে সারা বাংলাদেশে ৬৬ হাজার ঘর নির্মাণ প্রক্রিয়া শেষ হয়েছে। তারই অংশ হিসেবে ১ম পর্যায়ে রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা ৩টি ইউনিয়নে ৬২ পরিবারের হাতে আজ ২৩ জানুয়ারি শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সএর মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করা হবে। গত ২১ জানুয়ারি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেখ সাংবাদিকের নিকট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজস্থলীতে আশ্রয়ন প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১৯০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। তন্মধ্যে ৬২ ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ ২৩ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের হাতে হোল্ডার এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ঘরগুলো স্থানান্তর করা হবে। তিনি আরো বলেন বাকি ১২৮টি ঘরের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ মার্চের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এদের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও অফিস সহকারী ফিরোজ আহম্মেদ।