রাঙ্গুনিয়া উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত নাছির উদ্দিন

39

রাঙ্গুনিয়ার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা পর্যায়ে) নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন তৈয়বী। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে শনিবার (২৩ মার্চ) বিকেলে তাঁকে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান তাকে পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন তৈয়বী উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মোহাম্মদ সিরাজুল হক মেম্বারের প্রথম পুত্র। ইতিপূর্বে তিনি ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রামস্থ চান্দগাঁও থানার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছিলেন। এক সংবর্ধনা সভায় তার অর্জনে সকলের নিকট তিনি কৃতজ্ঞতা জানান এবং রাহাতীয়া দরবারের মাশায়েখ কেরামের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন।

রাউজান অলিমিয়াহাট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

রাউজান প্রতিনিধি
রাউজান অলিমিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন আলহাজ আবুল কদর, প্রধান শিক্ষক জোবায়ের ফারুক, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া, মিতাশ্রী দে, হাসিনা বেগম, পম্পী বিস্বাস, সংগীতা চক্রবত্তী, প্রিয়াংকা বড়ুয়া, লাকি আকতার।