রাঙ্গুনিয়ায় চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

55

রাঙ্গুনিয়ায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোডাউন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম ভূমিরখীল এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ওবাইদুল্লাহ (২০) এবং রাঙ্গুনিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড গোডাউন এলাকার শামছুল আলমের ছেলে মো. ইউসুফ (৩৩)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গত ১৬ নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার দে জানান, গোপন সংবাদে উপজেলার গোডাউন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সরফভাটা থেকে একটি সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ- ১১-৩৪৭৯) যোগে আসার সময় গাড়িটি সহ গ্রেপ্তারকৃতদের থামানো হয়। পরে তাদের দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ও মো. ইউসুফের দুই পায়ের নীচে একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর ৫টি সাদা পলিথিনে মোড়ানো ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব মাদক দ্রব্য চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে স্বীকারোক্তি দেয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইউসুফ এর আগেও গত ৮ মাস আগে ইয়াবা সহ সরফভাটা থেকে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও পটিয়া থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।