রাঙ্গুনিয়ার ঘাটচেক ধম্মামৃত বিহারে কঠিন চীবন দানোৎসব

71

রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক ধম্মামৃত বিহারে কঠিন চীবন দানোৎসব বিহার মাঠে গত ৩ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে প্রভাত ফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, অষ্ট উপকরণসহ মহা-সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ডদান করা হয়। দ্বিতীয় পর্বের শুরুতে মঙ্গলাচরণ করেন চন্দ্রমিত্র শ্রামণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির ও বৌদ্ধ সমিতির সভাপত শাসনতিলক বিমলজ্যোতি মহাস্থবির। এতে প্রধান অতিথি ছিলেন মহামুনী পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকথিক ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রামের মিরসরাই মায়ানী তথাগত বিদর্শন আরাম ও ত্রিপিটক গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ প্রজ্ঞাভানক শাসন বংশ মহাস্থবির। রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতি ও ঘাটচেক ধম্মামৃত বিহারের সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নন্দন কানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি স্থবির। এতে অতিথি ছিলেন স্থানীয় পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, বিহার পরিচালনা কমিটির সভাপতি সুদত্ত বড়ুয়া প্রমুখ। উদ্বোধনী সংগীত করেন অন্বেষা বড়ুয়া চৈতী। উদ্বোধক ছিলেন বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ স্থবির। আশীর্বাদক ছিলেন ড. শীলানন্দ মহাস্থবির। স্বাগত ভাষণ দেন এডভোকেট বকুল রতন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক চন্দনমিত্র তালুকদার। পঞ্চশীল প্রার্থনা করেন প্রকৌশলী সুধন বড়ুয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জিনপদ বড়ুয়া শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন।