রাঙ্গামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন

94

রাঙ্গামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড গ্রুপিং। সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্যোগে এবং ভিবিডি রাঙ্গামাটি ডিস্ট্রিক এর সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক ক্যাম্পেইন ফ্রি ব্লাড গ্রুপিং ও স্যানিটেশন আবর্জনা, ব্যবস্থাপনা, দাঁতের যত্ন, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকলে এক সাথে কন্ঠ মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। ভিবিডির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও রাঙ্গামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ ফাতেমা তুজজোহরা উপমা। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ পারভেজ ইসলাম। ব্লাড গ্রুপিং ও ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন বাঁধন রাবিপ্রবি ইউনিট। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন এসব অনুষ্ঠান সকলের জন্য গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। আর পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। শিশুরা কখন ব্রাশ করবে,ময়লা আবর্জনা কোথায় কি ভাবে ফেলাতে হবে। রাস্তা চলাচলে কি করতে হবে। এসব নিয়ম কানুন জানা অতিব জরুরি। এই ধরনের কার্যক্রম ভবিয্যতে আরো জোরদার করতে হবে। তিনি বলেন, ছোট বেলা থেকে এসব কাজগুলো শিশুদের শিখালে তারা বড় হয়ে এসব কাজের প্রতি গুরুত্ব দেবে। বিয়াম স্কুলের উপাধ্যক্ষ পারভেজ বলেন,ট্রাফিক আইন না জানা ও না মানার কারনে আজ দেশব্যাপী দুর্ঘটনা হচ্ছে। অনেকে রাস্তায় লাগানো প্রতীক ও চেনেনা। শিমুরা এখন থেকে সচেতন হবে। সবাই মিলে ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা হতে কম বেশি রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভবিষ্যতে আমাদের বাঁচ্চাদের নতুন নতুন কিছু শেখাতে হবে।