রাঙামাটি জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান

9

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি চেম্বার অব কমার্স এর পক্ষ হতে সদর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাঙামাটি চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ হতে সদর জেনারেল হাসপাতালে রোগিদের চিকিৎসার সুবিধার্থে ২টি অক্সিজেন কনসেনট্রেটর সেট হস্তান্তর করা হয়। এসময় রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও জেলা সাবেক সিভিল সার্জন ডাক্তার শহীদ তালুকদার, মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক ডাক্তার নিহার রঞ্জন নন্দী, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নিতিশ চাকমা, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শওকত আকবর, চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল অদুদ, সিনিয়র সহ-সভাপতি উসাং মং, পরিচালক নিজাম উদ্দিন, আবুল মনসুর ওবায়দুল্লাহ ও চেম্বারের সচিব মুহাম্মদ সাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নিতিশ চাকমা বলেন, চেম্বারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চেম্বার কর্তৃক যে অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান করেছেন এটি সত্যি এখারকার রোগিদের জন্য মহৎ উদ্যোগ। করোনাকালিন সময়ে অক্সিজেন কনসেনট্রেটর সেট হাসপাতালের রোগিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। এগুলো সব সময় রোগিদের কল্যাণে ব্যবহার করা হবে। একটি উপযুক্ত সময়ে রাঙামাটি চেম্বার অব কমার্স এ অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান করেছেন। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে আবারো তাদের ধন্যবাদ জানাই। রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি আবদুল অদুদ বলেন,ইতি মধ্যে আমরা জেলা সিভিল সার্জনের নিকট চেম্বারের পক্ষ হতে পিপি, সার্জিক্যাল মাক্স প্রদান করা হয়। আজ আবার অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান করা হলো। ভবিষৎতেও আমাদের পক্ষ হতে জেনারেল হাসপাতালে সহযোগিতা অব্যাহত থাকবে।