রাঙামাটিতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

37

সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়দের নিয়ে করণীয় নির্ধারণ করে প্রত্যেক জেলা ও উপজেলায় এসডিজি সূচক অর্জনে স্থানীয়ভাবে চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা কী তা নিয়ে আলোচনা করছে। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণ করছে। কোন কোন খ্যাতে উন্নয়ন করলে সরকার এসডিজি অর্জনে সফলতা অর্জন করবে তা নিয়ে আলোচনা হচ্ছে। এসডিজি অর্জনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় ভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিন ব্যাপী কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।
দিনব্যাপী কর্মশালার সভাপতি রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, এখানে যারা অংশ গ্রহণ করেছেন এদের মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক। যারা অংশ গ্রহণ করেছেন সবাই রাঙামাটির উন্নয়নে সঠিক প্রস্তাব তুলে ধরেছেন। এসব প্রস্তাবনা ও পরামর্শ বাস্তবায়ন হলে আমরা জাতীয় পর্যায়ে এসডিজি অর্জন করতে পারবো। কর্মশালয় অংশ গ্রহণকারীরা গ্রæপওয়ার্ক বিষয়ে নির্দেশনা বিশ্লেষণ, গ্রæপওয়ার্ক সমূহের উপস্থাপনার মাধ্যমে কি ভাবে স্থানীয় ভাবে টেকসই উন্নয়ন করা যায় তা তুলে ধরেন।
কর্মশালায় জেলার ১০ উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন কমকর্তা, জনপ্রতিনিধি, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলের লোকজন অংশ গ্রহণ করেন।