রাঙামাটিতে আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ

15

 

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী, রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উপস্থিতিতে উপজেলা সমাবেশ গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) ফয়জুল বারী। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতাযুদ্ধে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাদের ব্যাপক অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আগামী জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন। সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোন্তাকিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আনোয়ার জাহেদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থপক সাইফুল ইসলাম। সমাবেশ শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ৪টি বাইসাইকেল ও ৮টি ছাতা উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি