রাউজান ব্লাড ব্যাংকের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

53

প্রতিটা ঘরে তৈরি হোক একজন করে রক্তাদাতা গত শুক্রবার বিশ্ব রক্তাদাতা দিবস উপলক্ষে রাউজানের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রাউজান বøাড ব্যাংকের উদ্যোগে সকল স্বেচ্ছাকৃত রক্তাদাতাদের কে নিয়ে এক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ জিসানে সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তা ছিলেন সংগঠনের সম্মানীত সহ-প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুদ্দিন আহমেদ সাইফ, সহ-প্রতিষ্ঠাতা কৌশিক বড়ুয়া, সিনিয়র সভাপতি সুব্রæত দত্ত, সহ-সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সাধারণ সম্পাদক রবিউল রহমান, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন, জাহেদ চৌধুরী, দেলোয়ার হোসেন, রায়হান উদ্দিন, নুসরাত শারমিন, বিজয় মহাজন, লানু মারমা, সাদিয়া আক্তার, নিশি আক্তার, জাহেদ, মুন্না, নুরনবী, আমান, অভি, রেশমী, রুবেল, রিয়াদ, ফরহাদ, রাজু, আজিজ, নয়ন দে, জনি, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগন।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেকটা মানুষের কর্তব্য হল দেশ ও জাতির কল্যাণে মানবতার সেবাম‚লক কাজ করা, এতে দেশের কল্যাণ সর্বোপরি মানুষের কল্যাণ সাদিত হয় সে জন্য মানবতার কাজ করা প্রয়োজন। এতে বক্তারা আরো বলেন, প্রতিটা ঘরে ঘরে একজন করে তৈরি হোক রক্তাদাতা।