রাউজান পাহাড়তলী চৌমুহনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত

2

রাউজান প্রতিনিধি

রাউজানের পাহাড়তলীতে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তবরুক বিতরণসহ নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর সোমবার রাতে পাহাড়তলী চৌমুহনী বাজার সংলগ্ন শাহ ম্যানশন চত্বরে হযরত সোনা গাজী শাহ (রহ.) ও হযরত টোনা গাজী শাহ (রহ.) এবাদতখানা পরিচালনা পর্ষদ ও শাহ ম্যানশনে বসবাসকারীদের ব্যবস্থাপনায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত সোনা গাজী শাহ (রহ.) ও হযরত টোনা গাজী শাহ (রহ.) এবাদত খানার প্রতিষ্ঠাতা আলহাজ রেজা শাহ’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, কৃষি-সমবায় বিষয়ক সম্পাদক ও পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম. রুবেল। আলোচক ছিলেন ইমাম মাওলানা মুহাম্মদ মিনহাজুল ইসলাম, অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, সুপার মাওলানা মুহাম্মদ জাহেদুল আলম, মাওলানা মুহাম্মদ লোকমান, গোলামুর রহমান। বক্তব্য রাখেন শফিউল আলম, জাগের শাহ, মাস্টার শফি, সালাউদ্দিন কাদের চৌধুরী, ব্যাংকার নুরুল হুদা, মাহবুবুল আলম, আবু বক্কর শাহ, মো. সালাউদ্দিন, সুমন হোসেন, সেলিম শাহ, গাজী হাছান নয়ন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, সাম্প্রদায়িত সম্প্রীতি রক্ষায় মহানবী (দ.) আদর্শ সুমহান। সব ধর্মের স্বাধীনতা সুনিশ্চিত করেছে ইসলাম। ধর্ম পালনে কেউ কাউকে বাঁধা দেবেনা।