রাউজান ও বোয়ালখালীতে করোনার টিকা পেল শিক্ষার্থীরা

27

রাউজান :

রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। গত ৯ জানুয়ারি ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে পৌরসভাসহ ৯টি স্কুল-মাদ্রাসার ৪ হাজার ২শ শিক্ষার্থীকে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, পিআইও নিয়াজ মোর্শেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দী, হাবিবুল হক, পিন্টু নন্দী, অমল কান্তি চৌধুরী, তাপস কুমার নন্দী, জাকির হোসেন, আবু শাহাদাত নবী, মেম্বার তাজউদ্দিন খান সোলায়মান, শওকত হোসেন, শফিউল বশর, রাশেদুল আলম, জিন্নাত আরা বেগম, আলী মেহেদী রাজু, কুতুব উদ্দিন সিকদার, অভি রায়, আবদুল মোতালেব, আরমান হোসেন রাহুল, টুন্টু নাথ, ফাহিম উদ্দিন, শিক্ষক তৌহিদুল ইসলাম শাহাদাত, আবদুস ছাত্তার, ছৈয়দ মো. আবু তাহের প্রমুখ।

বোয়ালখালী :

বোয়ালখালীতে করোনা ভাইরাসের টিকা পেয়েছেন ৪ হাজার ২৮৮জন শিক্ষার্থী। গত ১০ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বর ও গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গত সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী ৪হাজার ২৮৮ জন শিক্ষার্থীকে ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান এ কার্যক্রমে উপজেলার ২৩ হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে বলে জানান তিনি।