রাউজানে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

13

 

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’-শ্লোগানকে সামনে রেখে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ৫০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের কালচারাল পার্কে নান্টু বড়ুয়ার সভাপতিত্বে শতাধিক ফলজ, বনজ, ভেষজ গাছ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ নিধনের পরিবর্তে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে মানপত্র ক্রেস্ট এবং দামী উপহারের পাশাপাশি বর এবং কনেকে দুইটি করে গাছ প্রদানের জন‍্য পরিবেশ কর্মী এবং সমাজ কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। এতে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, সংগঠনের যুগ্ম সম্পাদক কায়ছার উদ্দিন মালেকী, মনিরুল ইসলাম, জিয়াউল হক মালেকী, ফয়েজুল হক, বোরহান উদ্দীন, হেলাল উদ্দীন, আবদুল করিম মালেকী, সিফাত হোসেন, জাহেদুল ইসলাম, হাছান। বিজ্ঞপ্তি