রাউজানে বিভিন্ন খামারেই বিক্রির জন্য প্রস্তুত কোরবানি গরু

128

করোনাকালে কোরবানি পশুর বাজার নিয়ে যখন শঙ্কিত মানুষ। ঠিক সেই সময়ে একাধিক জায়গায় গড়ে উঠছে মিনি পশুর বাজার। এরই মধ্য অন্যতম উপজেলা দিয়ে প্রবাহির কাপ্তাই সড়কের ব্রাহ্মনহাট ব্রীজ সংলগ্ন প্রবাস ফেতর মোহাম্মদ হোসেনের গড়ে তোলা নিজস্ব খামার হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রহ.) ডেইরি ফার্মই অনেকের ভরসা হতে পারে। এতে প্রবাস ফেরত মোহাম্মদ হোসেনের নিজস্ব খামারে গড়ে তোলা প্রায় দ্ইু শতাধিকের অধিক পশু এখন বিক্রির অপেক্ষায়। এতে ৪০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকার পর্যন্ত গরু রয়েছে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামার মালিক। করোনাভাইরাসের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনেই এখানে কোরবানির পশুর বিক্রির আয়োজন করা হচ্ছে। এই ফার্মটি চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন নোয়াপাড়া ব্রাহ্মনহাটে অবস্থান করায় যোগাযোগের সুবিধার কারনে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী থেকেও যে কেউ গরুর ক্রেতার আসায় ২৪ ঘন্টায় গরু ক্রয়ে সুবিধা রয়েছে। এখানে থাকা গরু গুলো দেশি হওয়ায় ক্রেতাদের আকর্ষনও বেশি থাকে। এ বিষয়ে হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ ফার্মের সত্ত¡াধিকারী মোহাম্মদ হোসেন বলেন, রাউজানে একাধিক ফার্মেই তাদের পালিত গরু বিক্রি হবে। আমরাও আমাদের ফার্মে গরু বিক্রি করব। এতেই বেশি স্বাস্থ্য মানা সম্ভব।