রাউজানে ফজলুল করিম চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

3

রাউজান প্রতিনিধি

রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান এবং রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পিতা আলহাজ একেএম. ফজলুল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর রাউজানের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে রাউজানের মুন্সিরঘাটাস্থ কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, রাজিব উল হাসান, নাজিম উদ্দিন মিয়াজী, এসএম মামুনুর রশীদ, সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সাংবাদিক মোজাফ্ফর হোসেন, এ.কে বাবর, সাংবাদিক রবিউল হোসেন রবি, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, এম.এস.এম তৈয়বুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফজলুল কবির চৌধুরী। যিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী তুলে পার্লামেন্ট থেকে পদত্যাগেরও হুমকিও দেন। যার কারনে চট্টগ্রামসহ যুগযুগ ধরে স্বরণ করবে দেশের মানুষ। এ কারনে তিনি রাউজানকে সে সময়ে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। বক্তারা আরো বলেন, রাউজানে ফজলুল করিম চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন।