রাউজানে কবিরাজ নজির আহমদের স্মরণসভা

52

কবিরাজ নজির আহমদের স্মরণ সভায় বক্তাদের অভিমত। অসা¤প্রদায়িক চিন্তা চেতনার মাধ্যমে নজির আহমদ আমৃত্যু মানব সেবায় ব্রত ছিলেন। যার কারনে তিনি এখনো মানুষের হৃদয়ে বেচে আছেন। তিনি তনি আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে যে অবদান রেখেছেন তাহা দেশবাসী আজীবন স্মরণ করবে। গত শুক্রবার রাউজান পাহাড়তলী চৌমুহনী গ্রীণ সেন্টার অনুষ্টিত স্মরণ সভা ও স্মৃতি সংসদের কমিটি গণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বাদল কিশোর দাশ। উদ্বোধক আলহাজ ডা. মোহাম্মাদ জাফর আলী। প্রকৌশরী সুলতান মাহমুদ বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি সমীরণ বড়ুয়া, প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, ওচমান চৌধুরী, সি আর বিধান বড়ুয়া, প্রকৌশলী ওবায়দুল্লাহ আহরার, মো, নুরুল আলমের সঞ্চাালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার মফিজুল আলম, সাকিউল আলম সাকিল, আবু মুসা তালুকদার, ইঞ্জিনিয়ার এমরান হোসেন, উজ্জ্বল বণিক প্রমুখ।
পরে প্রকৗশলী সুলতান মাহমুদ বেলালকে সভাপতি নুরুল আলমকে সাধারণ সম্পাদক ও উজ্জ্বল কান্তি বনিককে সাংগঠনিক করে ২১ সদস্য বিশিষ্ট কবিরাজ নজির আহমদ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন করা হয়।