রাউজানের সড়ক দখলমুক্ত করল ভ্রাম্যমান আদালত

26

রাউজান উপজেলার দক্ষিন হিংগলা আবিদ আলী তালুকদার বাড়ীর প্রবাসী আবু সৈয়দ, ও আবু মোহাম্মদ সরকারী জনগনের চলাচলের সড়ক দখল করে সড়কের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ সরিয়ে নিয়ে দখল মুক্ত করা হয়। গত বুধবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যজিস্ট্রেট জেনায়েদ কবির সককের জায়গা পরিমাপ করে দখল মুক্ত করে। জানা যায়, উপজেলার ডাবুয়ায় সড়কের জায়গা পরিমাপ করে প্রবাসী আবু সৈয়দ ও আবু মোহাম্মদের নির্মানর করা সীমানা প্রাচীর সড়কের উপর নির্মাণ করেছে দেখতে পেয়ে অবৈধ ভাবে নির্মান করা সীমানা প্রাচীরের দু ফুট সরিয়ে নিতে ২ দিনের সময় সীমা নির্ধারণ করে দেয়। অবৈধভাবে নির্মান করা সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয় উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। একই স্থানে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজে আবু জাফরকে সড়কের জায়গা থেকে সীমানা প্রাচীর নির্মান কাজ সরিয়ে নিয়ে সড়কের জায়গা থেকে ১ ফুট দুরত্বে সীমানা প্রাচীর নির্মাণ করার নির্দেশ প্রদান করে উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট জেনায়েদ কবির সোহাগ।