রাউজানের শিরিষতলায় বৈশাখের বর্ণিল উৎসব

4

রাউজান প্রতিনিধি

পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছিল রাউজানবাসী। ১৪ এপ্রিল রবিবার রাউজানের কেরণীহাটের শিরিষতলায় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে বাঁধভাঙা আনন্দের মেতে উঠেন সকল ধর্ম-বর্ণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনস্রোতে রূপ নেয় পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল শিরিষতলা। শিরিষতলা এলাকাটিকে আগে থেকেই সাজিয়ে তোলা হয়। উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী কেরানী হাটের শিরিষ তলায় প্রথম বারের মত বর্ষবরণ অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ¡সিত ছিল মানুষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভাপতিত্ব করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহব্বায়ক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। সদস্য সচিব নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল ও তৃষা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সমাজ সেবক শিবু প্রসাদ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আইয়ুব, শেখ মফিজুর রহমান, অলকেশ বড়ুয়া তপু, কেমি বড়ুয়া মুক্তা, অসীম কুমার বড়ুয়া অপু, তাপস কুমার বড়ুয়া, শেখ নুরুল আজিম জুয়েল, দিবস বড়ুয়া, সৈয়দ সাজেদুল করিম সাজু, রবিউল হোসেন আরিফ, সালাউদ্দিন তালুকদার, অপু বড়ুয়া, এমরান হোসেন মনির, সৈয়দ আরশেদুর রহমান টিংকু, সৈয়দ আবদুল আজিম মুন্না, সিদুল ধর, রতন বড়ুয়া লোকমান আনছারী, জুয়েল বড়ুয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে শিরিষতলা। এ ছাড়াও টেলিভিশন, বেতার শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। ছিল বৈশাখী মেলার আয়োজনও।