রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে মাঠ দিবস

15

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে রবি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসএমই প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া বাজারে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতিকুর রহমান, ইউপি সদস্য মো.জামাল, মো.রাশেদ মেম্বার, মিল্টন দাশ, ইমরান হোসেন, সোহেল রানা, টনি বড়–য়া, মো. ইব্রাহিম, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ, মো. তৃষাদ, মো. শাওন, মো. সাদ্দাম, মো. নাঈম, মো. মারুফ, মো. তারেক, মো. সোহেল, মো. নেয়ামত, মো. হাসান। অনুষ্ঠান শেষে সভাপতি ও ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ মুজিবর্ষে এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর দেওয়া গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচির উদ্বোধন করেন।