রাউজানের খাদ্য রাউজানেই উৎপাদন হোক : ফজলে করিম

17

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার কারণে তিনি সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করেন। এরই একটি অংশ ভর্তূকি দিয়ে মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান। তিনি গতকাল শনিবার দুপুরে রাউজান পৌরসভার আয়োজনে ৯নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৃষিখাতে রাউজানে কোন অনাবাদি জমি থাকতে পারবে না। এ বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে। আমরা চাই, রাউজানের খাদ্য রাউজানেই উৎপাদিত হোক। রাউজান পৌরসভার মেয়র ও রাউজান মহিলা মাদ্রাসার সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, যুবলীগ নেতা মুন্সি মিজানুর রহমানসহ অনেকে।