রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব উদ্যাপন পরিষদ গঠিত

42

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ২০তম জন্মজয়ন্তী পালনোপলক্ষে প্রস্তুতি সভা ১৫ জুন সকালে নগরীর ইকবাল রোড পিপি স্কয়ার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাঙালিী জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্র-নজরুল। দু’জনই মুক্তিযুদ্ধে বাঙালিকে শক্তি যুগিয়েছেন। বাঙালি তাঁদেরকে পরম মমতায় আকড়ে ধরে তাঁদের সৃষ্টিকে অন্তরে ধারণ করে বঙ্গবন্ধুর আহবানে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে।
চট্টগ্রামে রবীন্দ্র-নজরুল চর্চার ক্ষেত্রটিকে আরও উর্বর করতে আগামী ২১ জুন শুক্রবার বিকাল ৩টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার টেলিভিশন শিল্পী মৃণাল ভট্টাচার্য্য, জয়ন্তী লালা, সুজিত রায়, সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বেতার ও টেলিভিশন শিল্পী মিলন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, শিলা চৌধুরী, কাজল দত্ত, নৃত্যশিল্পী সোমা বোস, ফজল আমিন শাওন, ডা. আশীষ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসাম মোস্তাফিজ, শওকত আলী সেলিম, রুপম মুসুদ্দী টিটু, কবি সজল দাশ, দিলীপ সেন গুপ্ত। সভায় উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে আহব্বায়ক, সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব উদযাপন পরিষদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি