যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, শিক্ষকসহ ২১ শিক্ষার্থী নিহত

14

পূর্বদেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ২১ শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) ইউভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজ্য গভর্নর গ্রেগ অ্যাবট। সংবাদমাধ্যম বিবিসি ও এবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টেক্সাস গভর্নর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে এক শিক্ষকসহ ২১ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। গ্রেগ অ্যাবট আরও জানান, ‘হামলার সময় সম্ভবত হ্যান্ডগান ব্যবহার করেছিল সে। যদিও এটি এখনও নিশ্চিত নয়। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়’।
স্থানীয় পুলিশ প্রধান পিট অ্যারেডোন্ডো সংবাদ সম্মেলনে বলেন, রব এলিমেন্টারি স্কুলে দ্বিতীয়, তৃতীয় চতুর্থ শ্রেণীর শিশুরা পড়ে। ধারণা করা হচ্ছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। হামলার ঘটনার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুক হামলায় অনেকে আহত হয়েছেন। তবে কত জন তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এপি জানায়, মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলে প্রবেশ করেন এবং বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন। গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন বলেছেন, খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে সেওয়া হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে। এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ( ২৫ মে) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সূত্র- আল জাজিরা, সিএনবিসি, বিবিসি, এএফপি