মেধা ও যোগ্যতায় সর্বজনপ্রিয় হয়ে উঠেছিলেন ড. আফতাব স্মরণসভায় চবি উপ-উপাচার্য

8

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেনের মৃত্যুতে চবি প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বিভাগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মুনিরা নাসিরউদ্দিন, বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো. ফরিদ আহসান ও প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস ও ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী এবং প্রভাষক সানজিদা শারমিন রীমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জয়া দত্ত।
উপ-উপাচার্য মরহুম ড. আফতাব হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মিষ্টভাষী এ তরুণ শিক্ষক তাঁর নিজস্ব মেধা, প্রজ্ঞা ও জ্ঞান-গবেষণার জন্য খুব অল্প সময়ের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগ তথা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রিয়ভাজনে পরিণত হয়েছিলেন। আমরা একজন মেধাবী, নিবেদিত প্রাণ এবং সম্ভাবনাময় শিক্ষককে হারালাম’। তিনি বলেন, এ তরুণ শিক্ষক অকালে চলে যাওয়া তাঁর পরিবার এবং দেশ-জাতির জন্য অপূরণীয় ক্ষতি। পরে উপ-উপাচার্য শোক বইতে শোকবাণী লিপিবদ্ধ করেন। উপ-উপাচার্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, এ গুণী শিক্ষকের মৃত্যুতে বিভাগে তিনদিন ব্যাপি শোক পালন করা হচ্ছে। শোকসভায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি