মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অব বাঁশখালী’র যাত্রা

28

প্রথমবারের মতো বাঁশখালী উপজেলার একঝাঁক মেধাবী, পরিশ্রমী দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অব বাঁশখালী’। সংগঠনটি গত ৩ মার্চ ৫০ জন সদস্যের একটি খসড়া কমিটির অনুমোদন দিয়েছে যা ৬০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার প্রতিশ্রæতি দিয়েছে।
কমিটির সভাপতি এইচ.এম. আসহাব উদ্দিন (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ও সাধারণ সম্পাদক রিফাত হাসান জাবেদ (চট্টগ্রাম মেডিকেল কলেজ)। সিনিয়র সহ-সভাপতি হলেন সায়েমুল হক রনি (বিএসএমএমসি), মো. আনিস (চমেক)। এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. হীরক কুমার পাল (চমেক), ডা. নির্ণয় পাল (চমেক), ডা. এইচ. এম. জহির উদ্দীন (সিওমেক), ডা. বিবেক দেব (চমেক), ডা. রাশেদুল করিম সুজন (চমেক), ডা. সওগাত উল ফেরদৌস (চমেক), ডা. অনিক গুহ (শজিমেক), ডা. দেবাশীষ দেব দেবু (চমেক)। কমিটি বৃহত্তর বাঁশখালীর জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মান উন্নয়নে ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বদ্ধপরিকর।
উক্ত কমিটি বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন সময়ে ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসামগ্রী, ওষুধপত্র বিতরণ করবে বলে আশা ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি