মৃত্যুবার্ষিকী

15

অনুপ দত্ত চয়নের
অন্ত্যেষ্টিক্রিয়া কাল

বোয়ালখালীর সারোয়াতলী গ্রামের স্বর্গীয় মনোরঞ্জন দত্তের দ্বিতীয় পুত্র ও দৈনিক পূর্বকোণ পত্রিকার কর্মরত অরুপ দত্তের ছোট ভাই অনুপ দত্ত চয়নের অন্ত্যেষ্টিক্রিয়া ১৩ মার্চ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- বিদেহী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ, অন্ত্যেষ্টিক্রিয়া, দুপুরে শাকান্নভোজ, শ্মশানে মাল্যদান।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রæয়ারি রাত ৯.৩৫ মিনিটে অসুস্থতাজনিত কারণে ৫৩ বছর বয়সে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। ক্রিয়া অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছে পরিবার। বিজ্ঞপ্তি

 

 

আজ ডা. নরুন
নাহার জহুরের
মৃত্যুবার্ষিকী

আজ ১২ মার্চ ডা. নরুন নাহার জহুরের ৩৬তম মৃত্যুবার্ষিকী। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম মহিলা সংগঠক, চট্টগ্রাম ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। এছাড়া চট্টগ্রাম শহর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলার, বাওয়া স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মহিলা সমিতির সাবেক সভানেত্রী, বাওয়া চিলড্রেন হোম এর অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মহিলা সংঘের প্রতিষ্ঠাতা সভানেত্রী, বাংলাদেশ গার্লস গাইড সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তিনি একাধারে চিকিৎসক, লেখিকা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বঙ্গবন্ধু সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জননেতা জহুর আহমদ চৌধুরীর সহধর্মিণী ছিলেন। ১৯৮৭ সালের ১২ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দামপাড়াস্থ পারিবারিক কবরস্থানে খতমে কোরআন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হবে। বিজ্ঞপ্তি