মুক্তিযুদ্ধ ও এক দম্পতির গল্প নাটকের মঞ্চায়ন সম্পন্ন

17

 

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ কর্মসূচিতে জেলা শিল্পকলা একাডেমি-চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগের নতুন প্রযোজনা ‘মুক্তিযুদ্ধ ও এক দম্পতির গল্প’। ২৪ ডিসেম্বর কাজীর দেউড়ি মুক্তমঞ্চে প্রথম প্রদর্শনী বিকাল সাড়ে ৩টায় মঞ্চায়ন হয় এবং দ্বিতীয় প্রদর্শনী বিকাল সাড়ে ৪টায় মঞ্চায়ন হয়েছে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগের শিক্ষক জোবায়দুর রশীদ। বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বিজন চৌধুরী, জোবাইদা ইয়াছমিন, নবকৃষ্ণ রুদ্র, হিমেল আজিজ, মো. ফরহাদ, রুবেল চৌধুরী, পারভেজ হোসেন আবির, তন্ময় বণিক, রিযওয়ান পারভেজ, সালমান আরেফিন জাহিদ ও সৌহার্দ্য বড়–য়া। আবহ পরিকল্পনা করেছেন মাঈনুদ্দিন কোহেল, সেট ডিজাইন করেছেন মুরাদ হাসান, কষ্টিউম ডিজাইন বীনা চৌধুরী, মিউজিক অপারেটর ফারিহা তাজরেমিন। মুক্তমঞ্চে দুটি প্রদর্শনীতে কয়েক হাজার দর্শক নাটক দেখেন। উল্লেখ্য, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চার বছর মেয়াদি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়েই এই প্রযোজনা। বিজ্ঞপ্তি