মিলাদুন্নবী (স.) মাহফিল

30

বোয়ালখালী:
বোয়ালখালীর ঐতিহ্যবাহী কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুল হকের সভাপতিত্বে জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাদরাসার গিয়ে শেষ হয়। জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে যোগ দেন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা অহিদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা ওবাইদুল হক তৈয়বী, আরবি প্রভাষক মাওলানা ইলিয়াছ সিকদার, মাওলানা মুছলেম উদ্দিন, মো. অলিউল্লাহ, মাওলানা নুরুল আমিন, নাসির উদ্দিন, মাওলানা আবু নাছের জিলানী, মাওলানা সরওয়ার, আলমগির, রফিকুল ইসলাম, মো. নুরুন্নবী, মীর জাহাঙ্গীর, ক্বারী আবু সাঈদ, ইদ্রিস আরমান, খ ম মোজাম্মেল, এন এম নাঈমুদ্দীন, সাহেদুল আলম, মফিজুর রহমান, হাফেজ আবুল কাশেম। মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব মানবতার দূত, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে বিশ্ববাসী খুশিতে আজ আত্মহারা। যিনি না হলে আসমান-জমিন কিছুই সৃষ্টি হতোনা, যার জন্য এই সৃষ্টি জগৎ সেই নবীর আগমনে আমরা জসনে জুলুস করছি।

পটিয়া:
আমির ভান্ডার দরবার শরীফে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ৭ম দিবস সম্প্রতি সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রথম অধিবেশন মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ শামীম আহমদ মুনঈমী। উপস্থিত ছিলেন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা মুহাম্মদ ফরিদুল আবছার শাহ আমির। মেহমান আলাকে উত্তরীয় পরিয়ে দেন সৈয়দ সায়েম উল্লাহ আমিরী ও সৈয়দ মুহাম্মদ মোরশেদুজ্জমান আমিরী। উপস্থিত ছিলেন আউলাদে আমির শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা শাহ আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, সৈয়দ ছরওয়ার কামেল আমিরী, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী প্রমুখ। সম্মানিত অতিথি ছিলেন বোয়ালখালী হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ নঈমুল কুদ্দুস আকবরী, মুফতি মুহাম্মদ ইব্রাহিম আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ মোদাচ্ছের হাশেমী, শাহজাদা মাওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, সৈয়দ মুহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ বদিউল আলম। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ আমির হোসাইন। প্রধান আকর্ষণ ছিলেন আল্লামা ড. সাইফুল আজম বাবর আল। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ শায়েস্তা খান আল আজাহারী। আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন খান মামুন, মাওলানা মুহাম্মদ এরশাদ। দুরুদ শরীফের হাদিয়া পেশ করেন সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী।

রাউজান:
রাউজানে সামাজ কল্যাণমুলক সংগঠন মঙ্গলখালী আব্দুল মালেক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে মিলাদ মাহফিল গত ৫ অক্টোবর মঙ্গলখালীস্থ আল আকসা হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন আল কাদেরী। মঙ্গলখালী জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন মাওলানা এনামুল হক, মাওলানা গাজী ফোরকান, গোলাম মামুন জাবু, এম মাসুদুল আলম, এনামুল হক, খোরশেদুল আলম ও জামাল উদ্দিন। মাওলানা মো. নইমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. সেলিম উদ্দিন, মো. জসিম, মো. জাহেদ প্রমুখ।

কাগতিয়া গোলজার পাড়া জাগ্রনী যুব সংঘ:
কাগতিয়া গোলজার পাড়া জাগ্রনী যুব সংঘের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে নুরানী জলসা গত ৫ অক্টোবর মঙ্গলবার রাতে গোলজার পাড়া স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। প্রধান আলোচক মাওলানা ছৈয়দ মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলা। সম্মানিত বক্তা ছিলেন মাওলানা সৈয়দ মোকাররম বারী। অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ লোকমান ইসলাম ফারুকী। মুহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন জামাল উদ্দিন, ইউপি সদস্য আবু তৈয়ব, মো. রাশেদ, সাফায়াত হোসেন তৌহিদ, আকবর আলী জয়, মো. আরিফ আবুল লতিফ, নুর মীয়া জামাল উদ্দিন, মো. ইলিয়াস, নঈম উদ্দিন, মো. দেলোয়ার, ফয়সাল মাহমুদ তৃষাদ, মোজাম্মেল, ইব্রাহিম, সালাউদ্দিন মানিক, আমজাদ হোসেন, মুন্না, নেয়ামত, রায়হান, বাবু, আসাদ, মারুফ প্রমুখ।