মিরসরাইয়ে এস. রহমান স্কুলে বসন্ত বরণ ও পিঠা উৎসব

28

মিরসরাই প্রতিনিধি

বসন্ত বরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব আয়োজন করল মিরসরাইয়ের ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুুল এস. রহমান আইডিয়াল স্কুল। সোমবার উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন। মাঠের বিভিন্ন স্টলে ছিল হরেক রকম পিঠার পসরা। এদিন স্কুুল শিক্ষার্থীদের সঙ্গে পিঠা উৎসবে যোগ দেন প্রতিষ্ঠানটির শিক্ষক-অভিভাবকরাও। গ্রাম বাংলার ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরতে এমন আয়োজন করেছেন স্কুল কর্তপক্ষ। উৎসব মাঠে ঢেঁকির বৈঠকখানা, পিঠাপুলির ঘর, চৈত্রের রৌদ্দুর, ইষ্টিকুটুম, চারুলতা পিঠাঘর ও পিঠা সরোবর নামের স্টলগুলোতে ছিল নানা স্বাদ ও রকমারি পিঠার সমাহার। তম্মধ্যে অন্যতম নকশী পিঠা, দুধ চিতই, মুগ পাক্কল, পানতুয়া, মাল পোয়া, কমলা পোয়া, পাটিসাপটা, নারিকেল পুলি, ঝুনঝুনি, ফুলঝুরি, জামাই পিঠা, ছই পাক্কল, অনথন, ডিম সুন্দরী, ভাপা, চিতই। বসন্ত বরণ, পিঠাপুলি উৎসব ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সোমবার দিনব্যাপী উৎসব পরিদর্শন করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। এস রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বলরাম দেবনাথ বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যে জড়িয়ে আছে পিঠার সঙ্গে। বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
১৬ ফেব্রæয়ারি সাংস্কৃতিক, ক্রীড়া ও পিঠা উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।