মিরসরাইয়ে অদম্যের বর্ষপূর্তি অনুষ্ঠান

30

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য-২০০৫’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন, মুক্তিযোদ্ধা সম্মাননা ও অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ বামনসুন্দর আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত অদম্য-২০০৫’র সদস্য নাজমুল হোসেন ও নিয়াজ মোহাম্মদ সাজেদের যৌথ সঞ্চালনায় এবং সেরাদের সেরা প্রতিযোগিতার আহবায়ক এনামুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাসান আরিফ সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ। বিশেষ অতিথি ছিলেন ছিলেন বারইয়ারহাট কলেজের প্রভাষিকা মনোয়ারা বেগম চৌধুরী, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বশর, বামনসুন্দর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, বিপ্লব সংঘের সভাপতি ইসমাইল হোসেন খোকন, লায়ন্স ক্লাব অব মিরসরাই’র পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল ও লিটন চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত ৪ মুক্তিযোদ্ধারা হলেন রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, হাজী আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, শফিউল আলম। অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় মিরসরাই উপজেলার ৪৮ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সেরা আইডল নির্বাচিত হয় সরকারহাট এন. আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবী। প্রতিযোগিতায় সেরা স্কুল নির্বাচিত হয় সরকার হাট এন. আর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে কেক কেটে অদম্য’র বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং সেরা সংগঠক হিসেবে অদম্য-২০০৫ এর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দিদার, আলা উদ্দিন, মেজবা, মাসুম, কামরুল, রাসেল, তানিন, আরিফ প্রমুখ।