মালয়েশিয়া অনলাইন শিক্ষা মেলা ২৯-৩০ মে

13

উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের উদ্যোগে এবং মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন মালয়েশিয়ার পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘স্টাডি ইন মালয়েশিয়া: ভার্চুয়াল এক্সপো ২০২১’ শীর্ষক অনলাইন মালয়েশিয়া শিক্ষা মেলা। সম্পূর্ণ ফ্রি এন্ট্রি ফি’তে এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মানজুমা মোর্শেদ জানান, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, টেইলরস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম মালয়েশিয়া, সেগি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাইবারজায়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ইনোভেশন, ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিসমূহ এই মেলায় অংশগ্রহণ করবে। আগ্রহীরা অন-স্পট এপ্লিকেশনে ফি এবং সার্ভিস চার্জে ওয়েভার পাবেন। রেজিস্ট্রেশন করে এই মেলায় অংশ নিতে পারবেন। প্রদত্ত লিংকে অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে ০১৭১৩-২০৬ ৬৯৮ নম্বারে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি